(Barisal) Representative.
সংবাদ প্রকাশের পর বরিশালের বাকেরগঞ্জে সরকারি হালট ও খালের জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে উপজেলা প্রশাসন।
৫/৩/২০২৫ ইং বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢাপড়কাঠী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ৩পুত্র মোঃ বাবুল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার ও মোঃ কবির হাওলাদার ৬৮নং ঢাপরকাঠী মৌজার ২৯০ নং দাগ হালট ও ৩৫৭ নং দাগ কলসকাঠী ইউনিয়ন পরিষদ কর্তৃক সংরক্ষিত খালের জমি দখল করে তিন তলা পাকা বিল্ডিং এর স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।
সাংবাদিকরা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এনিয়ে গত ৪ ও ৫ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশ করলে সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসে।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করার জন্য সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারকে নির্দেশ দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাকে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি হালট ও খালের জমি উদ্ধারের নির্দেশ দেয়। তিনি তার নির্দেশ পেয়ে তাৎক্ষণিক সার্ভেয়ার মাসুদুর রহমান ও ইউনিয়ন তহসিলদার মোঃ হাবিবুর রহমানকে নির্দেশ দিলে তারা নির্মানাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে। বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।