Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে পর্যটন শিল্পের বিকাশে করণীয় বিষয়ক সেমিনার বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন;পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,”পর্যটন শিল্পের বিকাশে মৌলভীবাজার জেলার সবাইকে একত্রে কাজ করতে হবে এবং সকলের সহযোগিতা প্রয়োজন।
অধ্যাপক মোঃ আবদুল হামিদ,’শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের শিক্ষক, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “মৌলভীবাজারের সৌন্দর্য এবং পর্যটন স্পটগুলো দেশের এবং বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।”
সহকারী কমিশনার মোহাম্মদ আবিদ হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন পর্যটন স্পট তুলে ধরেন। সেমিনারে জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) তানভীর হোসেন সঞ্চালনা করেন।
সেমিনারের শেষে, বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,ব্যবসায়ী প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি এবং মিডিয়া প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন এবং পর্যটন শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।