Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা এলাকার প্রত্যন্ত গ্রামের তরুণ উদ্ভাবক জুলহাস মোলা তার নিজের তৈরি বিমান আকাশে উড্ডয়ন করে সারা দেশে বিভিন্ন পত্র-পত্রিকায় শিরোনামে আসে। ২৮ বছর বয়সী এই তরুণের অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৫ মার্চ বুধবার দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক আফরোজা খান রিতা। এসময়, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
জানা যায়, জুলহাস মোল্লা ২০১৪ সালে জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। অর্থের অভাবে আর পড়াশোনা সম্ভব হয়নি। জীবিকার তাগিদে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন।
এই তরুন উদ্ভাাবক জুলহাসের কৃতিত্বের কথা জানতে পেরে তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দিয়ে জুলহাসের গবেষণা ও উদ্ভাবনের কাজে সহযোগিতা করা হয়।
জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আরও সহযোগিতা করব। তার এই উদ্ভাবন দেশের জন্য গর্বের বিষয়। স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সবসময়ই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটি অন্যতম সদস্য সত্যন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন প্রমূখ।আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
গতকাল জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা উদ্ভাবক জুলহাস মোল্লাকে আর্থিক সহযোগিতা করেন।