রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মঙ্গলবার দুপুরে ‘মব’ তৈরি করে দুই ইরানি নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এ সময় আহত দুই ইরানি নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো. মেহেদী (১৮)। তাঁরা বাংলাদেশে ঘুরতে এসেছিলেন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের মতে, ইরানের নাগরিকরা দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রতিষ্ঠানে বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে যান। সেখানে উপস্থিত স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তাঁদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে, কিছু লোক তাঁদের ছিনতাইকারী বলে দাবি করে এবং ‘মব’ তৈরি করে। এরপর, উত্তেজিত জনতা ইরানি নাগরিকদের মারধর শুরু করে।
ঘটনার পর পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তবে, তাদের সঙ্গে আসা একজন ব্যক্তি পালিয়ে যান এবং তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশের অনুসন্ধানে জানা যায়, তিনি দুই ইরানি নাগরিককে তার গাড়িতে করে নিয়ে এসেছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।