Limon Mia, Sarishabari (Jamalpur) Correspondent
জামালপুরের সরিষাবাড়ীতে এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরকত আলী মুন্সি দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি এশার আজান দেন এবং নামাজের প্রস্তুতি নেন। সুন্নত নামাজের সময় সেজদারত অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নাতি হাবিব মিয়া জানান, তার দাদা দীর্ঘদিন যাবৎ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। সোমবার এশার আজান শেষে সুন্নত নামাজের সময় সেজদায় গেলে আর উঠতে পারেননি। এ ঘটনায় পুরো মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যুতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।