Satyajit Das (Moulvibazar Correspondent):
তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসা অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ-কে আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শিক্ষাজীবনে ৩৫ বছরের বর্ণাঢ্য পথচলা,যার মধ্যে ১৬ বছর তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শেষ দিন,২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মাদ্রাসা মাঠে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শিক্ষক,শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা তাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,’ অধ্যক্ষ মাহবুব আহমদ সালেহ কেবল একজন শিক্ষক নন,তিনি ছিলেন সত্যিকারের জ্ঞান ও নৈতিকতার আলোকবর্তিকা।তার অসংখ্য শিক্ষার্থী আজ বিশ্বজুড়ে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন’।
বক্তারা আরও উল্লেখ করেন,’তার সুশৃঙ্খল নেতৃত্ব, সততা ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি মাদ্রাসাটিকে শুধু শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেনি,বরং এটি আদর্শ শিক্ষালয়ে রূপ নিয়েছে। তার বিনয়ী আচরণ ও পাণ্ডিত্য তাকে সকলের প্রিয় করে তুলেছিল।
বিদায় সংবর্ধনায় অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র,নতুন পোশাক ও ৫০ হাজার টাকার চেক উপহার দেওয়া হয়। শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্যের মাধ্যমে তাদের শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আব্দুন নূর (বড়হুজুর)। সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশিদ আলী, সামসুল ইসলাম শামীম ও সাকিবুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন: শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ বর্ধন। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি হাজী মোস্তাক এলাহী চমন। শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, নূরুল আহাদ,তোফায়েল আহমদ,মাওলানা এবিএম শামসুদোহা খান এবং শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ কিবরিয়া হোসেন,সিরাজুল ইসলাম শওকত প্রমুখ।
অধ্যক্ষ মাহবুব আহমদ সালেহের বিদায় শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি অধ্যায়ের সমাপ্তি। তার শিক্ষা,নৈতিকতা ও নেতৃত্ব আজীবন শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।