নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিনিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
ছবি কান্ত দেবের শিক্ষক জীবনে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রোয়ারী সকল ১১টায় স্কুল মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হুদার সভাপতিত্বে প্রথম ধাপে এস এস সি ব্যাচের বিদায়ী সংবর্ধনার পরে বাবু ছবি কান্ত দেবের শিক্ষকতা জীবনে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।এতে শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী,
ছাত্র/ছাত্রী সহ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধেয় শিক্ষক কে সংবর্ধনা জানান।স্কুলের অফিস রুম থেকে রাস্তার গেট পর্যন্ত ছাত্র ছাত্রীরা দুই ধারে সারি বন্ধ ভাবে দারিয়ে থেকে বিদায় শিক্ষক ছবি কান্তদেব কে ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান এই ধরনের ঐতিহাসিক বিদায় বর্তমানে খুব কমেই চোখে পড়ে। অনেক ছাত্র ছাত্রীকে পাঁয়ে ধরে প্রিয় শিক্ষককে প্রণাম করতে দেখা গেছে। অনেকেই প্রণাম করতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেন। অনেক সহকর্মী চোখের জল ধরে রাখতে পারেননি। একজন আদর্শ শিক্ষকের বেলাই এটা হয়ে থাকে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক,শিক্ষিকা,ছাত্র -ছাত্রীরা।
শিক্ষক জীবনে ছবিকান্ত দেব একজন সৎ ও নির অহংকার প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন।তিনার এই অবসর জনিত বিদায়ে সকল ছাত্র ছাত্রী ও সসহকর্মীরা আবেগ আপ্লূত হয়ে পড়েন।