Monir Hossain, Benapole Correspondent:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে চোরাচালানবিরোধী অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ভ্যানযোগে আনা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা সেসব বস্তা থেকে ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডার জব্দ করে, যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক, স্বর্ণ, রুপি, হুন্ডিসহ নানা চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সাফল্য এসেছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।