Md. Maruf Hossain, Sharsha Upazila Representative:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ মে ২০২৫) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তে অবস্থান নিয়ে এসব চোরাচালানী পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৩২,১৩,৮৫০ টাকা। এসব মালামাল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আমরা চোরাচালান রোধে সফলতা পাচ্ছি।”
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”