জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ):
চোরাই পথে ভারত থেকে দেশে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১৮ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
বিজিবির সামন্তা ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলীর মোড় নামক স্থান থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা খুলনা, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে দেশে ফেরার চেষ্টা করছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।