কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক ছয়টি অভিযানে প্রায় ৪৪ লাখ টাকার ভারতীয় গরু ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে গরু, শাড়ি, মদ, গাঁজা, চিনি ও মশার কয়েলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা, হরিণখোলা ও বাল্লা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৯টি গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা।
অধিনায়ক আরও জানান, “দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।”
একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত থেকে আরও ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি ও ৪৭ বোতল মদ জব্দ করেছে বিজিবি।
সবকটি অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।