Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল মুহিদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন পরিষদের সদস্যরা।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান বৃহস্পতিবার (২০ মার্চ), ‘গতকাল বুধবার (১৯ মার্চ) জেলা প্রশাসক ও আমার কাছে এ প্রস্তাবটি দাখিল করা হয়’।
সদস্যরা অভিযোগ করেছেন যে,আব্দুল মুহিদ তার অধীনে পরিষদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তারা জানান,গত ১১ মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শনকালে ইউনিয়নের সম্মানীভাতা (২২ মাসের) নিয়ে আলোচনা হয়,যেখানে পরিষদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
সদস্যরা একমত হয়েছেন যে,আব্দুল মুহিদকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে সরকারী বিধি অনুযায়ী নতুনভাবে ইউনিয়ন পরিষদ পরিচালিত হোক।
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম আরও জানান,”এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এটি স্থানীয় সরকারের প্রতি জনগণের আস্থার সংকট এবং পরিষদের সঠিক পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হতে পারে।