Habiganj Correspondent:
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক নারীকে আটক
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে
উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫
বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি দল তাঁকে আটক করে। আটক নারীর নাম ফাতেমা বেগম
(৩২)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মো: মনির হোসেনের স্ত্রী।
এ বিষয়ে বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ
জানান, ফাতেমা বেগম বাংলাদেশের নাগরিক হলেও এক বছর আগে চিকিৎসার জন্য অবৈধভাবে
ভারতের কাশ্মীরে যান। যেখানে তাঁর স্বামী অবস্থান করছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে
এই অভিযান চালানো হয়। আটক নারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মাধবপুর
থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
Kibria Chowdhury, Habiganj