Sunamganj Correspondent:
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড(বিজিবির) একটি টহল দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর
সেতুর নিচ থেকে ভারতীয় অবৈধ গরুর একটি বিশাল চালান আটক করেছে। নৌকা ভর্তি
এই গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার হয়ে ইজ্ঞিন চালিত
নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরা কারবারিরা। আটককৃত গরুর চালানের
মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানায় বিজিবির সদস্যরা।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ নৌতকাটি
জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল
জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, এই গরুর চালান জেলা সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার
বোগলাবাজার থেকে স্থানীয় একটি চোরাকারবারীচক্র গরুর এই চালানটি নৌকাযুগে
সুনামগঞ্জে নিয়ে এসে দেশের অন্যান্য স্থানে পাচারের কথা ছিল।
এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া মোস্তফা
জানান, সুনামগঞ্জ ২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকা
ভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার
বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক
করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল
জানান,বিষয়টি জানার পর মোবাইল কোট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।