শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে আটক ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে তিন দিন পর কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার (৭ মে) ভোরে মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ‘পুশইন’ করার পর তাদের আটক করে বিজিবি। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গলের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দলই ক্যাম্পের দায়িত্বরত সুবেদার নাসির আহমেদের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন—
নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামের ১৫ জন নারী, পুরুষ ও শিশু। নাম উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন:
- মো. রফিকুল ইসলাম (২৫),
- তারা শেখ (২৮),
- রাজিব শেখ (২৭),
- শারমিন (২২),
- শিশু ইয়াসিন (২),
- শিশু জোবায়ের (৪),
- হাবিবুর রহমান (৩২),
- তরিকুল শেখ (২৫),
- সুমন শেখ (৩০),
- শান্তা সিকদার (২৪),
- শিশু সুমাইয়া (৮),
- শিশু মোহাম্মদ শেখ (৪),
- আব্দুল ছাত্তার (২৪),
- হারিনা শেখ (২৫),
- শিশু আবু হুরারা (৭)।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবির মাধ্যমে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাই আইনানুযায়ী তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।”
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের পুশইন প্রায়শই ঘটে থাকলেও একসঙ্গে এতজন, তাও নারী ও শিশুসহ পুশইন হওয়া একটি বিরল ঘটনা।