মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের
কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর থেকে ভারতী এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় নারী নদীয়া
জেলার হাসঁখালি থানার বেটনা ফুলবাড়ী কুঠিপাড়া গ্রামের শংকর সরদারের মেয়ে শ্যামলী সরদার (২৬)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাঘাডাঙ্গা
সীমান্তের কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর দিয়ে আসার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার
জিনারুল ইসলামের সন্দেহ হলে তিনি ভারতীয় নারী শ্যামলী সরদারের কাছে বাড়ী কোথায় জানার চেষ্টা করলে
তিনি ভারতে বলে জানান। তখন তাকে আটক করা হয়।
আটক কৃত ভারতীয় নারী শ্যামলী সরদারকে রাতেই মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান ৫৮
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
Ziaur Rahman Zia