লাল মোহাম্মদ কিবরিয়া, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ঢালুকোনা এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ি, ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৮৮ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।