Satkhira Correspondent:
সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ১’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার(২০ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।
রোববার(২০ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত থেকে ১’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, কাকডাঙ্গা থেকে ১ হাজার পিস ভারতীয় কাটগ্রা ট্যাবলেট আটক করে বিজিবি।এছাড়াও, ভোমরা স্থলবন্দর লক্ষীদাড়ি থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা সীমান্তে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়ার কাকাডাঙ্গা সীমান্তের কেড়াগাছি থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাদপুর থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে বিজিবি।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ১০ লক্ষ ৫০ হাজার ৬ ছয়শত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
SM Habibul Hasan
Satkhira Correspondent