Md. Maruf Hossain, Sharsha Upazila Representative:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি প্রায় ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, বিদেশি কসমেটিকস, ঔষধ, শাড়ি, কম্বল, চকলেটসহ নানা প্রকার পণ্যসামগ্রী।
সোমবার (১৯ মে) ২০২৫ তারিখে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, পান মসলা, তামাক, থ্রি-পিস, সিগারেট, চোখ চকলেট, টর্চ লাইট, ট্রান্সমিটার ও ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা.
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) Said,
“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সফল হচ্ছি। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বেনাপোলে ৪৯ বিজিবি’র পৃথক অভিযানে ২ কোটির বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চলবে।