মো. সায়েদুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকাল ১১টায় থানা চত্বরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন,
“আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আরিচা-পাটুরিয়া ঘাট এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে মানিকগঞ্জ জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বাল্যবিবাহ এবং যানবাহনের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় থাকবে।”
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মোছাঃ সাদিয়া সাবরিনা চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সত্যেন কান্তি পণ্ডিত ভজন, বিএনপি নেতা রহমত আলী লাভলু বেপারী, মো. নাছির উদ্দিন, চেয়ারম্যান আনিসুর রহমান ও হাজী আলাল উদ্দিন আলাল, সাংবাদিক মো. শাজাহান বিশ্বাস ও শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নাহিদুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবালয় থানার তদন্ত ওসি মো. মজিবর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন থানার সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী।