রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের উত্তর পাড়ায় নির্মিত নতুন একটি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে ‘উত্তর পাড়া জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসান জহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর উদ্দিন, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দিন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন রাজু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর উদ্দিন শাওন, যশোর জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান এবং নাভারন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “মসজিদ হলো আল্লাহর ঘর—এটি ইবাদতের স্থান, কোনোভাবেই রাজনীতির জায়গা নয়। আমাদের উচিত মসজিদের পরিবেশ পবিত্র রাখা এবং ইসলামী জ্ঞানচর্চার মাধ্যম হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, তাহলে এই মসজিদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।”
উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন হাফেজ মোস্তফা কামাল। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং আগত মুসল্লিদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।
জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমান প্রায় তিন বছর আগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর আর্থিক সহায়তা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মসজিদটি নির্মিত হয়।