Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ ও অগ্নিনির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১০টায় উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিংগাইর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুর রহমানের নেতৃত্বে প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
প্রশিক্ষণের শুরুতে বাজারজুড়ে সচেতনতামূলক গণসংযোগ করা হয়। এরপর ব্যবসায়ীদের একত্রিত করে আগুন নিয়ন্ত্রণের নানা কৌশল হাতে-কলমে দেখানো হয়। চটের বস্তার সাহায্যে ড্রামের ভিতরে তেলের আগুন নেভানোর পদ্ধতি এবং পোর্টেবল অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রাথমিক কৌশল শেখানো হয়।
ফায়ার সার্ভিস সদস্যরা জানান, এ ধরনের প্রশিক্ষণ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি মুহূর্তে প্রাথমিক পদক্ষেপ নিতে সহায়তা করে। আগুন লাগার সময় সঠিক প্রতিক্রিয়া জানলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।