Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
শুক্রবার (২ মে) বিকালে শার্শা উপজেলায় ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানসহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দরটি কেপিআই স্থাপনার মধ্যে রয়েছে। এর সভাপতি বিভাগীয় কমিশনার।
এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, মো. রাসেল মিয়া, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক সহিদ আলীসহ শার্শা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।