ময়মনসিংহ প্রতিনিধি , মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহ সদর উপজেলার আল কারিমুল বারী রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামিয়াতুল মোদারেছীন ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা শাখা ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ময়মনসিংহ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও কাতলাসেন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন আজেদী, জামিয়াতুল মোদারেছীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান, জেলা সভাপতি মাওলানা মো. শোয়াইব ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, সুপার শাহাবুদ্দিনের ওপর নৃশংস হামলা কোনো ব্যক্তিগত নয়, এটি শিক্ষক সমাজের ওপর সন্ত্রাসীদের এক কাপুরুষোচিত আক্রমণ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ৫ মে সকাল সাড়ে ৯টার দিকে শহর থেকে অটোরিকশায় মাদরাসায় যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে সুপার শাহাবুদ্দিনের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এতে তাঁর বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা হামলাকারী দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মফিজ উদ্দিন মণ্ডল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা (মামলা নম্বর ২৩, ধারা ১৪০/৩৪১/৩২৩/৩০৭/১১৪/৫০৬(২)) দায়ের করেন।
আহত শাহাবুদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়।