চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের ৫নং ওয়াডের উনু মড়লের দোকান থেকে গোরস্তানের দিকে চলমান
গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করনের মাধ্যম যৌন সাধারনের দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হতে চলেছে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওঃ মোঃ আজিজুল ইসলাম।
রাস্তাটি কাঁচা থাকার কারণে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল, স্কুল গামী ছাত্র-ছাত্রীদের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি নির্মাণ (পাকা) করাই স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা এবং কৃষিপণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে মাওঃ আজিজুল ইসলাম বলেন, “জনগণের দোয়া ও সমর্থনে আজ আমরা এ রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি। আমি আগামী দিন গুলোতে আপনাদের সাথে নিয়ে এলাকার অন্যান্য উন্নয়ন মুলক কাজ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারা সকলে এ কাজের জন্য মাওঃ মোঃ আজিজুল ইসলামকে সাধুবাদ জানান। মাওলানা আজিজুল ইসলাম ভবিষ্যতে এ ধরণের উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ।
মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ।