আব্দুর রহিম রিয়াদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনে ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে তুহিন সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এই গণমিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, যুবদলের উপজেলা সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, যুবদল নেতা তইবুল ইসলাম, ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হালিমুল ইসলাম রাসেল।
বক্তারা বলেন, “একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় প্রকৌশলী তুহিনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে রংপুর বিভাগজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
প্রেক্ষাপট:
প্রকৌশলী শাহরিন তুহিনের বিরুদ্ধে ২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। কর ফাঁকির মামলায় তাকে ২০০৮ সালে ৫ বছরের এবং অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দীর্ঘ ১৭ বছর পর, গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তুহিনের গ্রেপ্তারের পর থেকেই তাকে মুক্ত করার দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো একের পর এক কর্মসূচি পালন করে আসছে।