নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বসাকপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে বিনা রাণী বসাক (২৩) নামে এক গৃহবধূর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সড়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানান রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
নিহত বিউটি শিয়ান ওই এলাকার মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ছোটর স্ত্রী। তিনি পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী উভয়ে পৌর শহরের কলেজপাড়া মন্দিরে হরিবাসরে অংশগ্রহণ করেন। রাত শেষে বাড়ি ফিরে বিউটি ও তার স্বামী নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে কাজ শেষে বাড়ি ফিরে স্বামী বর্গনাথ দেখতে পান, বিউটি শয়ন ঘরের সড়ের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক তিনি পুলিশে খবর দেন।
রাণীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরশেদুল হক আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।