Maruf Sarkar, reporter:
কারবালার ময়দান থেকে শিক্ষা নিয়ে হোসাইনি আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ১০ মহররম একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। ইতিহাসের এক বিয়োগান্তক, ত্যাগের প্রতীক এই দিনটি আশুরা হিসেবে পালিত হয়ে আসছে।”
তিনি বলেন, “কারবালার ঘটনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার প্রেরণা মেলে এই দিবস থেকে। আজকের সময়েও সেই এজিদি মানসিকতা বিদ্যমান। আমরা যদি কারবালার আদর্শ অনুসরণ করি, তবে বর্তমান সমাজেও ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব।”
শাহেদুল আজম আরও বলেন, “যেমনভাবে কারবালায় সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন হযরত ইমাম হোসাইন (রা.), তেমনভাবেই আজকের সমাজেও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।”