Satkhira Correspondent:
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুরাতন মর্গকে আধুনিকায়ন করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় আরও উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—
- পুশব্যাককৃত ৭৮ জনকে মানবিক সহায়তা প্রদান (পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ি এলাকায়)।
- জেলার শিশু হাসপাতালের নামকরণ: ‘এম আর খান শিশু হাসপাতাল’ হিসেবে।
- সাতক্ষীরার আম বাজারজাতকরণে সতর্কতা: যেন কেউ অসাধু পন্থা অবলম্বন করতে না পারে।
- বেসরকারি ক্লিনিক আধুনিকায়নে গুরুত্ব, বন্ধ না করার আহ্বান।
- মাদক পাচার ও জলদস্যু দমনে যৌথ অভিযান জোরদার।
- সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত রাখা।
- বর্ষা মৌসুমে বেড়িবাঁধ রক্ষায় ৫০ গজের মধ্যে মাছের ঘের নির্মাণ নিষিদ্ধ।
- প্রাণ সায়ের খাল সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
- কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নির্ধারিত দামে লবণ বিক্রি ও গোডাউন নির্ধারণে ইউএনওদের নির্দেশ।
সভায় জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক মাসরুবা ফেরদৌস, পরিবেশ অধিদপ্তর, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ব্যাটালিয়নসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিকদের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং জনসেবামূলক নানা বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।