জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টার সময় নওগাঁ সদর অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক, সুজন-এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।
সুজন-এর নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুজনের ৪০টি সংস্কারের প্রস্তাবনার বিষয় গুলো উপস্থাপন করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। কারণ রাজনৈতিক সরকারের সময় সেগুলো সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম । মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগগুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন । এই সংলাপে নওগাঁয় রাজশাহী বিভাগের ৪টি জেলার প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Naogaon Correspondent:-
-হাবিবুর রহমান
Trending
- ট্রাম্পের শুল্ক ঘোষণায় ইইউর হুঁশিয়ারি — চলছে আলোচনার চেষ্টা
- আবু সাঈদ-মুগ্ধদের বীর ঘোষণায় হাইকোর্টের রুল
- চাঁদপুরের কচুয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় র্যাবের হাতে আটক-৩
- পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন
- চতুল ভূমি অফিসে মিউটেশন বাণিজ্য: ‘চলতেছে, যা বলেছি তাই’:তহসিলদার
- অপরাধ বাড়েনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে — প্রধান উপদেষ্টার প্রেস উইং
- অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার : সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন ড্রেনে রহস্যজনক মৃত্যু
- নাগরপুরের আওয়ামী লীগ নেতা তারেক শাসম খান হিমু গ্রেফতার