Faridpur District Representative
মোঃআছাদুজ্জামান মিয়া:
বোয়ালমারীতে সরকারী রাস্তার গাছ কর্তন ও গায়ের জোরে অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। পৌর সদরের ছোলনা গ্রাম নিবাসী ঐ মেম্বারের নাম মোঃ মোসাদ্দেক আলী বিশ্বাস ওরফে মুছা মেম্বার। বোয়ালমারী পৌর সদরের চুকিনগর এলাকায় শনিবার(২৬ এপ্রিল) সড়কের তিনটি খেজুর গাছ কর্তন ও জমি দখল চেষ্টার এই অভিযোগ তুলেছেন মোঃ পলাশ মিয়া নামে ছোলনা গ্রামের অপর এক বাসীন্দা। তার অভিযোগ,চুকিনগর মৌজার ৪৬০ নং দাগের ৪০ শতক জমির মধ্যে ২৯.৭৫ শতক জমির মালিক পলাশ মিয়া গং। বাকি ১০.২৫ শতক জমির মালিক মুসা মেম্বার। দীর্ঘ ২৮ বছর আইনি লড়াইয়ের পর আদালত জমি বন্টনের এ রায় প্রদান করে সরেজমিন প্রতিনিধি পাঠিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জমি বুঝে দিয়ে যান। কিন্তু মুসা মেম্বার ঐ রায় উপেক্ষা করে এখন পেশিশক্তির বলে ১৫ শতক জমির দখল নেয়ার চেষ্টা করছেন এবং ঐ জমিতে মাটি ভরাটের লক্ষে জমির সামনে থাকা বড় আকৃতির ৩ টি খেজুর গাছ কর্তন করেছেন। এ বিষয়ে তিনি থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন বলে জানান পলাশ মিয়া। অপরদিকে মোসাদ্দেক আলী গাছ কাটার ঘটনা স্বীকার করে বলেন,আমার জমির সামনের গাছ। প্রয়োজন হয়েছে কেটে ফেলেছি,এখন যা হবার হবে। বিএস খতিয়ান মূলে আমি ১৫ শতক জমির মালিক। বরং তারাই আমার ৫ শতক জমি দখল করে রেখেছে।