Sunamganj Correspondent:
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক
বিল্লাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় এজহারভূক্ত আসামীকে রুবেল মিয়াকে গ্রেফতার করে ন্যায়
বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় নিহতের পরিবার ও স্বজনদের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব
মিলনায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের সহধর্মিনী
মিণারা খাতুন ও নিহতের বড়ভাই আব্দুল জলিল।
তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ২০২৪ সালের ২৩ আগষ্ট রাতে নিহত বিল্লাল মিয়ার সাথে
একইি গ্রামের আসামী রুবেল মিয়া গংদের পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির এক
পর্যায়ে রুবেল ময়া চাকু দিয়ে বিল্লাল মিয়াকে হত্যা করেন। এই ঘটনায় গত ২৪ সালের ২৪
আগষ্ট রুবেল মিয়াসহ ৪ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের
করা হলে ও দীর্ঘ ৮ মাসে ও পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। বরং আসামীপক্ষ মামলাটি
আপোষ করতে বিভিন্নভাবে নিহতের পরিবারকে প্রানে হত্যা হুমকি দিয়ে আসছে। অবিলম্বে
প্রধান আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ
প্রশাসনের নিকট দাবী জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,নিহতের বৃদ্ধা মা সখিনা খাতুন,ছেলে হেলাল
মিয়া,ছেলে ইয়াসিন মিয়া, ইব্রিাহিম মিয়া ও মেয়ে মীমসহ অনেকেই।