Faridpur Correspondent:
ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঠাকুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরপুর বাজার থেকে একটি ভ্যানে করে ময়না বাজারে যাচ্ছিলেন রাকিব। পথে ঠাকুরপুর ব্রিজ অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই খেক্কর একটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রাকিবের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান হাত ভেঙে যায়।
তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় পাঠানো হয়। তবে সকাল ১১টার দিকে পদ্মা সেতুর ওপরে উঠার আগেই অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, “খেক্করের ধাক্কায় মারাত্মক আহত রাকিবকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করে।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”