Paikgachha Representative:
পাইকগাছায় হামলা-মারপিট ও চাঁদাদাবির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে এ সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা দাশ জানান, আমি একাধিক বার পৌরসভার ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। কাউন্সিল থাকাকালে আমি পৌরসভাস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দীন গাজী আমাকে সমিতির আদায়কারী হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব পেয়ে আমি আদায়কৃত অর্থ সমিতিতে প্রতিনিয়ত জমা দিয়ে রশীদ সংগ্রহ করে রাখি। কিন্তু পরবর্তীতে সমিতির অর্থ তছরুপ নিয়ে টানাপড়েনে গ্রাহকরা পরিচালনা পর্ষদের সাথে আমাকেও দায়ি করতে থাকে। এক পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ালে এ নিয়ে একটি কমিটি করা হয়। আ’লীগ আমলে শ্রমিকলীগের আহবায়ক জাকির হোসেন ও সমিতির অনেকেই আমার উপর চাপ সৃষ্টি করে ১০ লক্ষ টাকা দাবি করে গ্রাহকদের সমন্বয় করার দায়িত্ব নিয়ে পরিচালনা পরিষদের কাছ থেকে একাধিক চেক নেয়। কবিতা আরো উল্লেখ করেন গত ৫ আগস্টের পর জাকির হোসেন ও পৌর বিএনপি সাবেক সদস্য সচিব ও বর্তমান যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল এক হয়ে আমার বড়ীতে এসে দাবিকৃত টাকার জন্য চাপ সৃষ্টি করে। কবিতা রানী অভিযোগ করেন উক্ত টাকা দিতে অস্বীকার করলে জাকির-মোস্তফা গ্রাহকদের ইন্ধন দিয়ে ক্ষেপিয়ে তোলেন। এক পর্যায়ে তারা গত ১৬ মে বিকেলে ৫০/৬০ জন লোক নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে। এ সময় তারা টাকা,স্বর্ন ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরবর্তীতে প্রশাসন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কবিতা ও তার পরিবারের সদস্যরা এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভূগছেন এমন দাবি করে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
Trending
- ‘নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন, ইতিহাস ক্ষমা করবে না’ : আদালতে ব্যারিস্টার সুমনের মন্তব্য
- তিন জাতীয় নির্বাচনের কর্মকর্তাদের তথ্য চাইল নির্বাচন কমিশন
- “ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমি আর আমেরিকায় থাকতে পারিনি”
- গাজায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অন্তত ৬৭ জন, খাদ্য সংকটে ধ্বংসপ্রাপ্ত মানবতা
- নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী কলা অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার শুরু
- সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে শিক্ষকদের অপমান মেনে নেয়া হবে না: বেরোবি ছাত্রদল আহ্বায়ক
- পাইকগাছায় অস্ত্র ও ককটেল মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে মানববন্ধন
- স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু