মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি নিয়ে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এই ইস্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উপজেলা ডাকবাংলোর হলরুমে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের একটি পক্ষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক হামিদুর রহমান রানা, সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জামিল হাসান, মোকলেসুর রহমান, সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হামিদুর রহমান রানা তার বক্তব্যে বলেন, “আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এসব মিথ্যা প্রচার করছে।”
He also said,
- পুকুর খনন: কুরবান গাজীর পুকুর খননের সাথে তার কোনো সম্পর্ক নেই।
- জিআরের চাল বাণিজ্য: রামচন্দ্রপুর মসজিদের জন্য বরাদ্দ পাওয়া চাল প্রকল্পের নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়েছে।
- বালু ব্যবসা: তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত নন। অভিযুক্ত ব্যক্তি শামীম খানের সঙ্গে তার কোনো সংযোগ নেই।
- হাটের চাঁদাবাজি: পুড়াপাড়া গরুর হাট পরিচালনায় তিনি যুক্ত নন, দায়িত্বে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সংক্রান্ত ভিডিও প্রমাণ রয়েছে।
সংগঠনের নেতারা জানান, গত ৪ জুলাই যে পক্ষ নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে, তাদের সেই ঘোষণাটি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
স্থানীয় শিক্ষার্থী মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরপর দুটি সংবাদ সম্মেলনের ফলে এলাকায় ছাত্র রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।