Gaibandha Correspondent:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে চলতি অর্থবছরের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৭ই মে, ২০২৫ তারিখে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাল তমাল এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোনারপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সরকার, বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডল, আব্দুল আজিজ, মিল মালিক আলতাফ হাসান (ইশিতা রাইস মিল), মিল মালিক মিলন মিয়া, রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর বোনারপাড়া খাদ্য গুদামের মাধ্যমে ১,০৪৯ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং ৪,০৫০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।