Staff Correspondent:
সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া ও দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইউএনও এরশাদুল আহমেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিশাল মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারণ জনগণ।
সম্প্রতি ইউএনও এরশাদুল আহমেদকে ঢাকায় বদলি করা হলে ঈশ্বরগঞ্জজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বাজার, চা স্টল, রেস্তোরাঁ ও জনসমাগমস্থলে আলোচনায় উঠে আসে ইউএনও’র কর্মদক্ষতা, ন্যায়পরায়ণতা এবং জনসেবায় আন্তরিকতা। সাধারণ মানুষ বলছেন, তিনি সবার জন্য সহজে যোগাযোগযোগ্য এবং সেবা দিতে সদা প্রস্তুত ছিলেন।
শুক্রবার জুমার পর হাজারো মানুষ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হয়ে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেন। এতে সড়কে তীব্র যানজটও সৃষ্টি হয়।
আন্দোলনে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ। বক্তারা দাবি জানান, এরশাদুল আহমেদের বদলির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
এই প্রতিবাদ কর্মসূচি স্থানীয় জনগণের প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।