Monir Hossain, Benapole Correspondent:
যশোরে ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত তিন দিনে শহরের বিভিন্ন স্থানে অন্তত ৭ জন ছুরিকাঘাতে আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ওয়ার্ড রেজিস্ট্রার থেকে এসব তথ্য পাওয়া গেছে। বেশিরভাগ ঘটনায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
জুয়ার দ্বন্দ্বে ছুরিকাঘাত: হিরোর অবস্থা আশঙ্কাজনক
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চুড়ামনকাটি ইউনিয়নের বাবুবাজারে অনলাইন জুয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলাম হিরো (২৮) ছুরিকাহত হন। স্থানীয় ইব্রাহিম বিশ্বাস ও তার ছেলে সাকিবের সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের একপর্যায়ে তারা হিরোকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় রেফার করেন।
ট্রাকচালক ইউনুসকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
বুধবার ভোরে শহরের চিত্রা মোড়ে ট্রাকচালক ইউনুস হোসেন (৪৩) ছুরিকাহত হন। প্রস্রাব করতে ট্রাক থেকে নামলে ২/৩ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। তার কাছ থেকে প্রায় ১৮-১৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
হকার্স মার্কেটে ছুরিকাঘাত: ছিনতাইয়ের চেষ্টা
মঙ্গলবার রাতে পৌর হকার্স মার্কেট এলাকায় এমএম কলেজ গেটের বাসিন্দা সুজন (৩০) ছুরিকাহত হন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চাঁদা না দেওয়ায় হামলা: হেলাল উদ্দিনের অভিযোগ
একই দিন দুপুরে বারান্দীপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) স্থানীয় সন্ত্রাসী সম্রাট, আরমান ও রবিউলের ছুরিকাঘাতে আহত হন। হেলালের দাবি, চাঁদা না দেওয়ায় তাকে দোকান থেকে টেনে বের করে ছুরিকাঘাত করা হয়।
অ্যাম্বুলেন্স চালকের ওপর হামলা: ছিনতাই চেষ্টার অভিযোগ
মঙ্গলবার বিকেলে ঘোপ বেলতলা বউবাজার এলাকার কবির হোসেন (২২), যিনি একজন অ্যাম্বুলেন্স চালক, তিনি ছুরিকাহত হন। জনি কাবাবের সামনে রিকশায় যাওয়ার সময় শংকরপুর এলাকার গোল্ডেন সাব্বির ও শিপন তার পথরোধ করে মাথায় ছুরিকাঘাত করে এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়।
পুলিশের ভাষ্য: স্পেশাল অভিযান আসছে
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখা হলেও ছুরির অবাধ ব্যবহারের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে তিনি জানান।