নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খালেক ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে.
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্ডিগড় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম.
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত চলছিল। বিকেলে খালেক নিজ জমিতে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি সেখানেই পড়ে যান। স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে এগিয়ে যান এবং মাথা ও পিঠে পোড়ার চিহ্ন দেখতে পান। পরে ধারণা করা হয়, বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সন্তানরা ঢাকায় অবস্থান করছেন। তারা বাড়ি ফিরলে জানাজার আয়োজন করা হবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে.