সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকা টেকেরঘাট নিলাদ্রী থেকে পেশাদার মাদক কারবারি বাবুলকে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাবুল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) গ্রামের আশ্রব আলীর ছেলে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাকিম হোসাইন জানান, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবীর দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুলের বাড়িতে অভিযান চালান। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ১০৩ পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই বাবুলকে গ্রেপ্তার করা হয়।
পর্যটকদের চাহিদা পূরণে সীমান্তজুড়ে সক্রিয় মাদকচক্র
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি এলাকা ‘নিলাদ্রী’তে বেড়াতে আসা কিছু বিপথগামী পর্যটকদের চাহিদা মেটাতে তিনি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা টেকেরঘাট, লাকমা, বড়ছড়া, রজনীলাইন, বারেকটিলা, জাদুকাটা নদী তীরবর্তী চারাগাঁও, লালঘাট, জঙ্গলবাড়ি, বালিয়াঘাটসহ শতাধিক গ্রামে গড়ে উঠেছে মাদক কারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক। মোবাইল ফোন, ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জারের মাধ্যমে চলে মাদক বেচাকেনা।
অভিযোগ রয়েছে, এসব মাদক কারবারে স্থানীয় কিছু হাউসবোট মালিক, মাঝি, সুকানি ও কর্মচারীরাও জড়িয়ে পড়েছেন। পর্যটকদের কাছে মাদক, বিদেশি কসমেটিকস ও অন্যান্য চোরাচালানি পণ্যের সহজলভ্যতা পর্যটন এলাকার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
জনমনে উদ্বেগ, পুলিশের আশ্বাস
সীমান্ত এলাকায় মাদক কারবার বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই এসব অপরাধ রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান দাবি করছেন।
পুলিশ জানিয়েছে, পর্যটন এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে এবং জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।