মো. নাছিম কবির রনি, কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অলিয়ারচালা এলাকায় ‘সিয়াম ফিসারিজ’ মৎস্য খামারে সশস্ত্র হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে খামার কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে খামারের কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
৩৬০ বিঘা জমিতে মাছচাষ, দাবি ৫০ লাখ টাকা চাঁদা
সংবাদ সম্মেলনে জানানো হয়, অলিয়ারচালা ও আশপাশের এলাকায় প্রায় ৩৬০ বিঘা জমি ইজারা নিয়ে ‘সিয়াম ফিসারিজ’ নামের প্রতিষ্ঠানটি মাছচাষ করে আসছে। একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে খামারের ওপর নজর রাখছিল এবং মালিকপক্ষের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—জাকির হোসেন, আব্দুল মান্নান, মোজাম্মেল হোসেন, নাজমুল, মো. সবুজ মিয়া, শরিফুল ইসলাম দুলী, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, হুমায়ূন কবীর, আশরাফুল আলমসহ আরও কয়েকজন।
অফিস লুট, পাহারাদারদের ঘরে আগুন
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে খামারে অনধিকার প্রবেশ করে। তারা অফিস কক্ষ থেকে স্টাফ ইব্রাহিম হোসেনকে জোরপূর্বক বের করে দিয়ে অফিসে থাকা প্রায় ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এরপর খামারের তিনটি পাহারাদারদের ঘরে অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় খামার কর্তৃপক্ষ ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
চোখে পানি, মুখে প্রতিবাদ—সংবাদ সম্মেলনে দাবির ঝড়
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খামারের সাধারণ সম্পাদক সাহাবুল সিকদার, কোষাধ্যক্ষ এস. এম. ময়দুল ইসলাম শিপন, সদস্য হাজী জালাল উদ্দিন, সামসুল আলম, মো. শাহজাহান মাস্টার, বাবুল মিয়া, মজিবুর রহমান, চাঁনমিয়া মুন্সি ও আবু তাহেরসহ অনেকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেরক:
মো. নাছিম কবির রনি