(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গোসল করতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামালায় সাইফুল (২৩), মনোয়ারা বেগম(৫০), মরজিনা বেগম (২৭) নামে অন্তত ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানি গ্রামে হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে সুলতান হাওলাদার ও শুক্কুর আলী হাওলাদারে মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। সুলতানা হাওলাদার এর ছেলে সাইফুল শুক্কুর আলীর ভাইয়ের ঘাটলায় গোসল করতে গেলে পরিকল্পিতভাবে গালিগালাজ করেন শুক্কুর আলীর ছেলে রাজিব। গালিগালাজ করতে নিষেধ করায় শুক্কুর আলীর ছেলে রাজিব, সজিব, ভাইয়ের ছেলে নজরুলসহ ৫/৬ মিলে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষ সুলতান হাওলাদার(৫৬), স্ত্রী মনোয়ারা বেগম(৪৫), ছেলে সাইফুল(২৩) ও বড় ছেলের বউ মরজিনা বেগম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. জিএম এনামুল হক জানান,অন্যান্য রোগীর অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও সাইফুলের ডান হাতের জয়েন্ট ছুটে গেছে এবং মরজিনা বেগমের হাতে গুরুতর জখম রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বা ঢাকা যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Md. Suman Mridha