Naogaon Correspondent:
নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ, অর্থ আদায় এবং ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়নভিত্তিক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ঠাকুর মান্দার ভাঁরশো-তৈতুঁলিয়া ইউনিয়ন ভূমি অফিসে এই বিশেষ গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা ও নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নফেল আলী মণ্ডল, তৈতুঁলিয়া ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান কামরুল এবং ভাঁরশো ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সেবাপ্রার্থী ও এলাকাবাসী।
জনগণের দোরগোড়ায় ভূমি সেবা
গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জমি সংক্রান্ত অভিযোগ-জটিলতা শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হলে অনলাইন সেবা ব্যবস্থার প্রসার অপরিহার্য।
সেবার মানোন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা
অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহজীকরণে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভূমি অফিসের কার্যক্রম জনগণের নিকট আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ ধরনের গণশুনানির আয়োজনকে স্বাগত জানান তারা।