মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সফল অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দৌলতপুর থানাধীন পাবলা রিফিউজিপাড়ায় অভিযান চালায়। অভিযানে রাজু শেখের পুত্র মোঃ রাহাত শেখকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২৫,৯০০ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাহাত শেখ স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সিডিএমএস (ক্রিমিনাল ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে ইতোমধ্যে মোট ১৬টি মামলা রয়েছে।
ঘটনার পর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। ডিবির এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে।
মাদক নির্মূলে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাদের নিয়মিত অভিযান আরও জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।