Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ১ম শ্রেণির ৯ বছরের ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ অভিযুক্ত অধ্যক্ষ ও মালিক মো: জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো: জাহাঙ্গীর আলম
লক্ষীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিমখানার অধ্যক্ষ ও মালিক।
সোমবার ( ১৯ মে) দুপুরে সিংগাইরে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, মঙ্গলবার (১৩ মে) মাদ্রাসার ওই ছাত্রীকে দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
রোববার (১৮মে) দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর ওই রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে কোর্টে প্রেরণ করাসহ শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Message sender,
Mr. Mizanur Rahman Badal