এনামুল হক(স্টাফ রিপোর্টার)ময়মনসিংহ:
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে এনাম ডেন্টাল আই কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী।
মেহনতি মানুষের কল্যাণে উৎসর্গ করে আজ মঙ্গল বার (১ জুলাই) দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‘ সবার জন্য স্বাস্থ্যসেবা , আনন্দ উচ্ছ্বাসে সবাই একসাথে কম খরচে উত্তম স্বাস্থ সেবা পাব এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বর্ণিল সাজে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর সাড়ে ১টায় কেক কেটে উদ্বোধন করা হয় নানা কর্মসূচি।
১৬ বছরের আলোর পথচলা এনাম ডেন্টাল কেয়ার এন্ড আই কেয়ার একটা সময় ছিল।একটা ছোট স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যাত্রা।স্বপ্ন ছিল, সবার হাসি হোক নিঃসংকোচ, আর চোখ দুটি দেখুক পৃথিবীকে নির্মলভাবে।আজ সেই স্বপ্নের বয়স ১৬ বছর।১৬টি বছর ধরে আমরা আপনাদের দাঁতের যত্নে, চোখের সুস্থতায়, আর ভালোবাসায় গড়ে তুলেছি নির্ভরতার এক নাম।এনাম ডেন্টাল কেয়ার এন্ড আই কেয়ার।এনাম ডেন্টাল কেয়ার এন্ড আই কেয়ার।এই দীর্ঘ পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন, আস্থা রেখেছেন, বারবার ফিরে এসেছেন।এই দীর্ঘ পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন, আস্থা রেখেছেন, বারবার ফিরে এসেছেন ।আপনাদের প্রতি রইলো হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।আমরা প্রতিজ্ঞাবদ্ধ,।আগামী দিনগুলোতেও আপনারা আমাদের কাছে পাবেন সেবা, ভালোবাসা আর মমতার ছোঁয়া।সুস্থ থাকুক আপনার হাসি, ঝকঝকে থাকুক আপনার দৃষ্টি — এই হোক প্রতিজ্ঞা ।