মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে জাকিয়া আক্তার হাবিবা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার বিন্নাগাড়ি কদমতলী এলাকার মহিলা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাবিবা ঘোড়াঘাট পৌর শহরের শ্যামপুর এলাকার বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবা প্রায়ই তার নানা মাহাবুর রহমানের বাড়িতে আসত। ঘটনার দিন দুপুরে সে বাড়ির উত্তর পাশে প্রায় ২০০ গজ দূরে মহিলা নদীর কদমতলী ঘাটে নতুন ব্রিজের নিচে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে গভীর পানিতে ডুবে যায়।
ঘটনার সময় আরও দুই-তিনজন শিশু সঙ্গে ছিল। হাবিবাকে ডুবে যেতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে হাবিবার নানা ও মামারা ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ৩টার দিকে হাবিবাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।