মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী জালের বাজারে নেমে এসেছে চরম সংকট। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে নদী-নালা, খাল-বিল পানিশূন্য হয়ে পড়েছে। ফলে মাছ ধরা কার্যত বন্ধ হয়ে গেছে। এর ওপর নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহারে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় জাল ব্যবসায়ীরা।
স্থানীয় জেলেদের অভিযোগ, পানির অভাবে এখন আর আগের মতো মাছ ধরা যাচ্ছে না। আর যেটুকু মাছ ধরা পড়ে, তাও ধরা পড়ছে চায়না জালে—যা খুব সূক্ষ্ম হওয়ায় ডিমওয়ালা ও ছোট মাছ ধরে ফেলছে। এতে মাছের প্রজনন চক্র নষ্ট হচ্ছে এবং দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে।
জাল ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, “আমি ২৫-৩০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এবার পানি না থাকায় কেউ জাল কিনছে না। আর যেটুকু বিক্রি হতো, সেটাও চায়না জালের কারণে বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে চায়না জালের আমদানি ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় প্রাকৃতিক দুর্যোগ এবং অবৈধ জালের কারণে গোপালপুরের ঐতিহ্যবাহী জাল শিল্প ধ্বংস হয়ে যাবে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, “চায়না জাল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, জনসচেতনতা বাড়ানো এখন জরুরি।”