এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সমির মল্লিক (৪০) নামে এক সার্ভেয়ারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সমির মল্লিক শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা আলতাফ হোসেন মল্লিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে। পরিবারের দাবি, জমি দখলকে কেন্দ্র করে তার চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।
নিহতের স্ত্রী রুমা বেগম জানান, “দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। আজ বাবুল মল্লিক আমাদের জমিতে বেড়া দিয়ে দখল করার খবর পেয়ে আমার স্বামী সেখানে গিয়ে বেড়া খুলতে গেলে বাবুল পিছন থেকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে সে মাটিতে পড়ে যায়।”
স্থানীয় বাসিন্দারাও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সমির মল্লিক জমিতে গিয়ে বেড়া খুলছিলেন, তখন হামলার শিকার হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের শরীরে দৃশ্যত কোনো গুরুতর আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থান নিয়েছে।