Sadarpur (Faridpur) Representative:
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শেখ ফাইজুর ওরফে সাগর নামে এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ওই নারী তার সন্তানকে খুঁজতে বাড়ির পাশে গেলে অভিযুক্ত সাগর তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে তাকে লাঠিপেটা করে এবং শরীরের কাপড় ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত সাগর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় এর আগেও সে হুমকি ও মারধর করেছে। ঘটনার সময় তার ছেলেও বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তিনি সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শনিবার (১৭ মে) ভুক্তভোগীর বোন বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”